কোম্পানীগঞ্জে আশা’র উদ্যোগে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ৯:৩৮:৫৬ অপরাহ্ন
মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার অবস্থিত বেসরকারি সংস্থা আশা’র উদ্যোগে দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অসহায় ও হত-দরিদ্র মানুষের মধ্যে চিকিৎসাপত্র, ডায়বেটিস, রক্তচাপসহ বিভিন্ন পরীক্ষা দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প চলে এতে প্রায় দেড়শো রোগী উপকৃত হয়েছেন।
আশা ব্রাঞ্চ কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএম এসএম ফরিদ এর সভাপতিত্বে দয়ারবাজার ব্রাঞ্চ ম্যানেজার এ বি এম পাবেল পরিচালিত, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুকেশ চন্দ্র দাস, ইউপি সদস্য কাজল সিংহ, ব্যবসায়ী আমির উদ্দিন আরও উপস্থিত ছিলেন, সহকারী ম্যানেজার মনোরঞ্জন বৈষ্ণব, চিকিৎসক আরিফুল ইসলাম, শিক্ষা সুপারভাইজার আমিনুল ইসলামসহ প্রমুখ।
অতিথিরা বলেন, আশা’র প্রতি কৃতজ্ঞ, তারা মহৎ উদ্যোগ নিয়েছে। এ এলাকার হত-দরিদ্র মানুষজন দিন ব্যাপি চিকিৎসা সেবা পাবে তাতে উপকৃত হবে। আমরা যেকোনো সময় তাদেরকে এ ধরনের মহৎকর্মে সহযোগিতা করবো।
কোম্পানীগঞ্জ অঞ্চলের আরএমএসএম ফরিদ বলেন, দিন ব্যাপি মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজন অনুসারে ঔষধ ও ফিজিওথেরাপীর সংশ্লিষ্ট উপকরণ সরবরাহ করা হবে। মেডিকেল ক্যাম্পটি আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, আশা বিশেষায়িত ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, ফিজিওথেরাপী, স্যানিটেশন, ভার্মিকম্পোষ্ট, প্রশিক্ষণ ও দুযোর্গ পরবর্তী সহায়তা প্রদান করে আসছে। এছাড়া, সারা বছর নামেমাত্র ২০ টাকা ফি’র মাধ্যমে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং স্বল্পমূল্যে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন বলে আশা’র ব্রাঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছেন।