কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ শুরু
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৫:৪৮:৩৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অলক বৈষ্ণব, সাংবাদিক আজিজুল ইসলাম, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এস আর অনি চৌধুরী ও মহিউদ্দিন রিপন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা বেগম জানান, এ বছর নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ১২০১ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে ১২০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ অভিযান চলবে বলেও তিনি জানান।