নর্থ ইষ্ট মেডিকেল কলেজের বার্ষিক বনভোজন
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩৩:২৭ অপরাহ্ন
নর্থ ইষ্ট মেডিকেল কলেজের উদ্যোগে ১৬ ও ১৭ ডিসেম্বর শিক্ষকদের বার্ষিক বনভোজন ও বৈজ্ঞানিক সেমিনার হবিগঞ্জের একটি অভিজাত রিসোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, ফ্যাকাল্টি সদস্য ও তাদের পরিবারসহ প্রায় ২৭৬ জন অংশ নেন।
বৈজ্ঞানিক সেমিনারের আলোচ্য বিষয় ছিল ‘হাইপারএসিডিটি এন্ড ডিসমোটিলিপি ব্যবস্থাপনা’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল ইউনিভার্সিটির ডিন ও নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিঃ এর পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল ইসলাম।
পিকনিক আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডাঃ এ.এস.এম মেসবাহ উদ্দিন এবং কালচারাল প্রোগ্রামের তত্ত্বাবধানে ছিলেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজের গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নাহিদ ইলোরা। তাছাড়া নর্থ ইষ্ট মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং সকল শিক্ষক ও তাদের পরিবারের উপস্থিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি