কবি খসরুকে কলবাখানী এলাকাবাসীর সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৩৭:০৬ অপরাহ্ন
বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ায় কলবাখানী এলাকাবাসীর উদ্যোগে মঙ্গলবার রাতে লেখক ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরুকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ যমুনা অয়েল লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদের স্বাধীন পরিচালক হিসেবে মনোনীত হওয়ার পর আমার দল ও বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা পেয়েছি, কিন্তু আজকের এ সংবর্ধনা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আজ আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনদিন ভুলবো না। এই সম্মান আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
এলাকার মুরব্বি আলতা মিয়ার সভাপতিত্বে ও সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের পরিচালনায় সংবর্ধান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এলাকার মুরব্বি ফারুক আহমদ ইসহাক, মাসুক আহমদ, শামীম আহমদ, শফিকুল ইসলাম, শাহাব উদ্দিন আহমদ, রেদোওয়ান আহমদ নির্জন, রিপন আহমদ, কামাল আহমদ, এমরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি