জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৫২:৫১ অপরাহ্ন
জগন্নাথপুর থেকে সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পৌরসভার সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র জগন্নাথপুর পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত জগদ্বীপ সুত্রধর বীরেন্দ্রের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ নভেম্বর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর নুর বাদী হয়ে কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় একটি মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে আদালতে জামিনের জন্য হাজির হলে আরও তিন নেতাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত।