চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৬:৫৭:৩৭ অপরাহ্ন
বিলেতে চ্যানেল এস ইউকে’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার চ্যানেল এস এর নিজস্ব ভবনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে চ্যানেল এস। একই সাথে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস পালন করেছে।
১৬ ডিসেম্বর চ্যানেল এস দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে। লন্ডন সময় রাত ৮ টায় কেক কাটা হয়। টেলিভিশনের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল, ভাইস চেয়ারম্যান আব্দুল হক, সিইও তাজ চৌধুরী, হেড অব নিউজ মিলটন রহমান, নিউজ ইনচার্জ রুপি আমীন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ড. জাকি রেজওয়ানা আনোয়ার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ এমপি পল স্কালি, ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন, সাবেক এমপি কিথ বেস্ট, ডেপুটি লেফটেন্যান্ট ড. মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মৌমিতা জিনাত, টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র মায়ূম মিয়া তালুকদার, হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজন।
অতিথিরা বলেন, গত ২০ বছরে ব্রিটেনের বাংলা কমিউনিটির দিক নির্দেশক হিসাবে কাজ করেছে চ্যানেল এস এবং তারা ইতিবাচক বাংলাদেশকেও এই কমিউনিটির কাছে তুলে ধরেছেন। চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, আপোষহীন মনোভাব এবং নিরপেক্ষ অবস্থান চ্যানেল এসকে সব থেকে আলাদা করেছে। বিজ্ঞপ্তি