শাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পেছাল
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৯:৩১:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা আগামী বছরের ২২ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে গত ১২ ডিসেম্বর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল শাবিপ্রবি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে হওয়ায় তা পরিবর্তনের কথা বলেছিল কর্তৃপক্ষ।
নতুন ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি দুপুর ১২টা থেকে ২৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে। ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদভুক্ত বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।
আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেওয়ার পদ্ধতি—সবকিছুই ওই ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ অথবা ২০২২ সালে অনুষ্ঠিত মাধ্যমিক (সাধারণ ও কারিগরি), দাখিল বা সমমান এবং ২০২৩ অথবা ২০২৪ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক (সাধারণ ও কারিগরি), আলিম, ডিপ্লোমা-ইন-কমার্স বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যাঁদের ফলাফল শাবিপ্রবির বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে, কেবল তাঁরাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান/ইঞ্জি:) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২০১৯ অথবা ২০২০ সালে অনুষ্ঠিত মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ ইউনিটের ভর্তি পরীক্ষায় শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং বি ইউনিটের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
এবার এ-১ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা, এ-২ ( বিজ্ঞান ও আর্কিটেকচার) ইউনিটের ফি ১ হাজার ৪০০ টাকা এবং বি ইউনিটের ফি ১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। এদিকে, শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষে ১০ দিনের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হায়, শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষে ২২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ থাকবে।