নবীর আদর্শের অনুপস্থিতিতেই জাতি দিশেহারা: শিক্ষাবোর্ড চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৪, ৯:৩৮:১৮ অপরাহ্ন
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির আহমদ বলেছেন, হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ। তাঁর আগমনে অন্ধকারাচ্ছন্ন জাতি পেয়েছিল মুক্তির দিশা। বর্তমান সময়েও নবীর আদর্শের অনুপস্থিতির কারণেই দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে জাতি আজ দিশেহারা। তাই, এ থেকে মুক্তির জন্য ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে বিশ্ব নবীর আদর্শের চর্চা বাড়াতে হবে।’
তিনি বুধবার জালালাবাদ কলেজ আয়োজিত সিরাতুন্নবী (স.) ২০২৪ উপলক্ষে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন কলেজের কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরী। সহকারী অধ্যাপক ফরিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন পালপুর জালালিয়া আলিম মাদরাসা ছাতক এর প্রভাষক আব্দুশ শাকুর, জালালাবাদ কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি