শ্রীমঙ্গলে তিন জুয়াড়ী আটক
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৬:৩১:০১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জুয়া খেলা অবস্থায় তিন জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের খেজুরিছড়া বাগানস্থ ফ্যাক্টরী লাইনের গন্ডিপাড়াধীন জিতেন বুনার্জী বাড়ীতে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, ওই বাগানের নিমাই বুনার্জির পুত্র আকাশ বুনার্জি (২১), গদাধর বুনাজির পুত্র সঞ্জয় বুনার্জি (২৭) ও নেপাল দাসের পুত্র রূপক দাস (২১)।
এসময় পুলিশ জুয়া খেলার আসর হতে ডিজিটাল ১টি ঝান্ডিমুন্ডি বোর্ড, ৬টি ঝান্ডিমুন্ডি গুটি, একটি প্লাস্টিকের চটের বস্তা ও নগদ প্রায় সাড়ে ৮শ টাকা উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল থানার এসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন ও এএসআই মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।