এনডিএফ এর জেলা কমিটি গঠন: সভাপতি ফজলুর রহিম, সম্পাদক ইকবাল আহমদ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪৩:৪৪ অপরাহ্ন
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর সিলেট জেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সারকে সভাপতি, ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমদকে সাধারণ সম্পাদক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ডা. মোঃ ফজলুল হক সোহেলকে সাংগঠনিক সম্পাদক করে ৩৯ সদস্য বৈশিষ্ট নতুন কমিটি গঠন করা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক ডা. মুহিবুর রহমান জুয়েল ও ডা. আব্দুর রউফ মুন্না, কোষাধ্যক্ষ ডা. জহির আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডা. আব্দুল হাই মিনার, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়ের, সমাজসেবা সম্পাদক ডা. গোলাম মাওলা, অফিস সম্পাদক ডা. আহমদ মাসুম হাসান লস্কর, প্রচার সম্পাদক ডা. আশিক আওয়াল চৌধুরী, পাঠাগার ও গবেষণা সম্পাদক ডা. আওলাদ হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা ডা. নাজমা বেগম, লিগ্যাল এফেয়ারস সম্পাদক ডা. তাওহীদ চৌধুরী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ডা. আব্দুস সালাম টিটু। এছাড়াও আরো ২৩ জন কে সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তি