অপশাসনের কারণে দেশপ্রেমকে সমুন্নত করা যায়নি : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৬:৪০:৪৩ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে ছাত্র-জনতা দেশকে রাহুমুক্ত করেছে। অনেক রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা অর্জিত হলেও ইপ্সিত লক্ষ্য অর্জিত হয়নি। জাতিকে বিভক্ত করা হয়েছে। কিছু লুটেরা শ্রেণির মানুষের অপশাসনের কারণে দেশপ্রেমকে সমুন্নত করা যায়নি। গত জুলাই-আগস্ট সময়ে আন্দোলনকারীদের দমন করা হয়েছে নিষ্ঠুরভাবে। মানুষের কথা বলার অধিকার ছিল না। এখন দেশ পুনর্গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশকে অস্থিতিশীল করার জন্য দেশের ভিতরে বাইরে ষড়যন্ত্র চলছে। সাধারণ মানুষের রক্তশোষণ করে যারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে তা ফিরিয়ে আনতে হবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, কেউ চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হওয়ার দুঃস্বপ্ন সফল হয় না। তিনি সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজেদের আবেগ-বিবেককে জাগ্রত রেখে সততা, ন্যায়পরায়নতার সাথে নি:স্বার্থভাবে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। কেউ ভাবেনি দেশে পরিবর্তন আসবে। অন্যায় কাজে বাধা দিতে হবে। সে জন্যই রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করা হচ্ছে। যারা ঘুমিয়ে গেছেন তাদেরকে গা ঝাড়া দিয়ে উঠে নিজেদেরকেই দেশ গঠন করতে হবে।
জেলা প্রশাসক ডঃ ফরিদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক খান, এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিএনপি নেতা এনামুল হক, জেলা জামায়াত আমীর মাওলানা মুখলিছুর রহমান, অধ্যক্ষ হারুন মিয়া, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এনামুল হক সাকিব, পিপি এডভোকেট মোঃ আব্দুল হাই, জিপি এডভোকেট খায়রুল ইসলাম খোকনসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ। সভার শুরুতে দেশের স্বাধীনতা যুদ্ধে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।