হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে ডিসি
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৬:৫২:০০ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।বৃহস্পতিবার দুপুরে উপজেলায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত প্রকল্প নং ১ আঙ্গুরালী হাওর উপ-প্রকল্পের ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরণ এবং মেরামত কাজ পরিদর্শন করেন।
প্রকল্প পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী, পওর-১ মো. মামুন হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো.আবুল হাসেম, সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, সুনামগঞ্জ নেজারত ডেপুটি কালেক্টর মো. মোস্তাফিজুর রহমান ইমন, তাহিরপুর উপজেলা জামায়াত আমীর রুকন উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফসল রক্ষা বাঁধ পরিদর্শনকালে জেলা প্রশাসক বাঁধ নির্মাণে কোনো অনিয়ম ও সময় ক্ষেপন সহ্য করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন। নির্ধারিত সময়েই মধ্যেই ফসল রক্ষা বাঁধের কাজ শুরু ও শেষ করা বলে জানিয়েছেন তিনি।