বিশ্বম্ভরপুরে পিএফজির সম্প্রীতি সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৭:০৩:৩৩ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে পিএফজির সম্প্রীরাজনৈতিক, ধর্মীয় ও জাতিগতসহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বিশ্বম্ভরপুরে পিস ফ্যাসিলিটেটর গ্রপ পিএফজির উদ্যোগে স্থানীয় পলাশ হাইস্কুল মাঠে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা পিএফজি সদস্য ফুল মিয়ার সভাপতিত্বে ও পিএফজি সদস্য জুবায়ের আহমদ জুলহাস এর সঞ্চালনায় সম্প্রতি সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম ধর্মীয় নেতা মুফতি হোসাইন আহমদ, হিন্দু ধর্মীয় নেতা দীনেশ চন্দ্র দেবনাথ, হাজং সম্প্রদায়ের নেতা রাকেশ হাজং, পিএফজির এম্বাসেডর আব্দুছ ছাত্তার, মোর্শেদ মিয়া, এডভোকেট সফিউল আলম, অবসরপ্রাপ্ত তহশিলদার নুরুল ইসলাম, অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার আলা উদ্দিন, পলাশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুলহাস মিয়া, পিএফজির সমন্বয়কারী ফুল মালা, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা।
সমাবেশে বক্তারা কলেন, দেশের কোন অঞ্চলে কি ঘটলো সেটা আমাদের দেখার বিষয় নয়, আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির বিশ্বম্ভরপুর গড়তে চাই। বিশ্বম্ভরপুরে শান্তি সম্প্রীতি বজায় রাখতে পিএফজি কাজ করে যাচ্ছে। আমরা আশা করি সকল ধর্মের সকল মতের মানুষ এক হলে এ কাজ করা আরো সহজ হবে।