মৌলভীবাজার শাহমোস্তফা একাডেমির দেয়ালিকা উন্মোচন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৭:০৭:৩১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহমোস্তফা একাডেমির শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেয়ালিকা উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুসলিম কোয়ার্টার এলাকাস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি মোঃ আব্দুল ওয়াদুদ, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মাহবুবর রহমান রাহেল, কবি সুফি চৌধুরী প্রমুখ। পরে শিক্ষার্থী ও অভিভাবকসহ শিক্ষাথীদেও হাতে আঁকা দেয়ালিকার উন্মেচন করেন অতিথিরা।