বড়লেখায় জামায়াতের প্রচার মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:১৬:১৮ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারে শনিবার অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর জেলা কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে বড়লেখা উপজেলা জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দুপুরে পৌরশহরে বিশাল প্রচার মিছিল ও পথসভা করেছে।
শহরের প্রধান সড়কে প্রচার মিছিল বের করা হয়। মিছিল পরবর্তী পথসভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে আগামী সংসদ নির্বাচনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়সল আহমদ, জামায়াত নেতা মাওলানা মুজাহিদুল ইসলাম, সুমন আহমদ, মুহাম্মদ কামাল উদ্দিন, আব্দুল বাছিত ও জোবায়ের হোসেন প্রমুখ।