ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসমি নুরু গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:০৮:২৮ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামী পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু (৫৯)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার বিকেলে এসএমপি কোতোয়ালি থানাধীন নগরীর মীরের ময়দান পড়শী এ/১০১ মিনাই মিয়ার বাসা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হুসেন নুরুকে গ্রেফতার করে। পরে রাত সাড়ে ৮ টায় বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের অন্তর্ভুক্ত বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে জাল ভোট প্রদানে বাধা প্রদান করায় উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলকে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে নিহত সায়েম আহমদ সুহেলের চাচাতো ভাই পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান বাদি হয়ে ৫ জনের নামোল্লেখ করে ও ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সিআর মামলা দায়ের করেন।
এদিকে, ২৬ অক্টোবর শনিবার স্থানীয় আজিজপুর বাজার হতে উক্ত মামলার ৫নং আসামি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. খলকু মিয়াকে গ্রেফতার করেছিল র্যাব-৯। র্যাব-৯ এর একটি সূত্র আমির হোসেন নুরুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান রাত সাড়ে ৮ টার দিকে বালাগঞ্জ থানা পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার তদন্ত ফয়েজ আহমদ জানান বুধবার সন্ধ্যায় সিলেট নগরীর মীরের ময়দান এলাকা থেকে সায়েম আহমদ সুহেল হত্যা মামলার প্রধান আসামি আমির হুসেন নুরুকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল গ্রেফতারের পর রাতেই বালাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।