গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বিএনপি বৃথা যেতে দেবে না : মাহিদুর রহমান
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:২৬:১৫ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা তার বাবা শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিশোধ নিতেই এদেশে ফিরে আসে। গত ১৫ বছর লক্ষ লক্ষ মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে। আওয়ামী লীগ শুধু ভোট চোরের দল নয়, জনগণের ও দেশের সম্পদ লুটকারী দল। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ বিএনপি বৃথা যেতে দেবে না।
তিনি বৃহস্পতিবার বিকেলে বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নে বিএনপি, যুবদল, কৃষক দল ও ছাত্রদল আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি ইতালি শাখার সভাপতি সাব্বির আহমদের সভাপতিত্বে ও বর্নি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের সঞ্চালনায় ফকিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখা শাখার প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক মুক্তাদির হোসেন মিছবাহ, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছয়েফ আহমদ সুইট, মৌলভীবাজার জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আব্দুল কাদির পলাশ ও জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমদ প্রমুখ।