জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকহারে বৃক্ষরোপণ করতে হবে : সিকৃবি ভিসি
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:৩২:৪৮ অপরাহ্ন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলনকক্ষে পূবালী ব্যাংক এর উদ্যোগে সিকৃবি ক্যাম্পাসের শোভাবর্ধনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অধিকহারে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ ও প্রকৃতির শুদ্ধতা ও সজিবতা ধরে রাখতে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
ডিন কাউন্সিলের আহবায়ক ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সেকশন অফিসার মোহাম্মদ হোসেন বাবরের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিস প্রধান ও মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো: ফজলুল কবির চৌধুরী, সিলেট পশ্চিমাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মোশাহিদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কৃষি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো: শাহাজাহান মজুমদার প্রমুখ।
মতবিনিময় সভার পূর্বে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের আঙ্গিনায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি