কুলাউড়ায় প্রাক-বড়দিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৪, ৮:৪০:০৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বার্ষিক উপহার বিতরণ ও প্রাক-বড়দিন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরমচাল মিশনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চার্চ অফ গড লুমডনবক মিশনের সাধারণ সম্পাদক লাভলী সুছিয়াংয়ের সভাপতিত্বে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যাবস্থাপক মি:পিউস প.স্না এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একলাছ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম, বিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ুম, রাবেয়া আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ সালাম, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফখর উদ্দীন, সেভেন স্টার গ্রুপের ম্যানেজার আব্দুল করিম, লুমডনবক ডেভলপম্যান্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডেন্টিনা মারলিয়া, চার্চ অফ লুমডনবক মিশনের পুরোহিত রেভা. পায়রিন সুটিং প্রকল্পের হিসাবরক্ষক এডেন্টিনা লামিন, বিডি০৪০৬ এর সমাজকর্মী ঊর্মিমালা রিছিল, বিলিভ সুছিয়াং, মিখায়েল নংরুম, শিক্ষক সৌরভ তপ্ন, রিবিকা বেপারী, রাহেল মুন্ডা, অভিষেক লংড.কিরি, আলমিনা খংটাংকুট, ইউরেকা লাংছিয়াং প্রমুখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী ৩১৩টি হতদরিদ্র পরিবারের মাঝে কম্ফর্টার এবং ১টি করে ক্যালেন্ডার বিতরণ করা হয়।