সাংবাদিক মকবুল হোসেন চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৩২:৩৪ অপরাহ্ন
আসাম-বাংলার খ্যাতনামা সাংবাদিক-রাজনীতিবিদ মকবুল হোসেন চৌধুরীর ৬৭তম মৃত্যুবার্ষিকী আজ ২০ ডিসেম্বর শুক্রবার। ১৯৫৭ সালের এইদিনে তিনি সিলেটে ইন্তেকাল করেন। ১৮৯৮ সালে তিনি তাহিরপুরের বিন্নাকুলী গ্রামে জন্মগ্রহণ করেন। মকবুল হোসেন চৌধুরী সিলেটের সাপ্তাহিক ‘যুগবানী’ ও ‘যুগভেরী’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি কলকাতার দৈনিক ‘ছোলতান’ পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি ১৯৩৭ সালে আসামের এমএলএ নির্বাচিত হন এবং হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯২৮ সালে বিদ্রোহী কবি নজরুল ইসলাম সিলেট সফরকালে তাঁর আতিথ্য গ্রহণ করেছিলেন।
মকবুল হোসেন চৌধুরী সুনামগঞ্জ মহকুমা ঋণ-সালিশী বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি ঐতিহাসিক খেলাফত আন্দোলনের প্রথম সারির একজন নেতা ছিলেন। ঐ সময়ে তিনি কারাবরণ করেন এবং জোড়হাট জেলে রাজবন্দী ছিলেন। ঐতিহাসিক ভাষা আন্দোলনে তার অবদান সর্বজনস্বীকৃত। তিনি তখন সুনামগঞ্জ মহকুমা মুসলিম লীগের সভাপতি ছিলেন। ঢাকায় ছাত্রজনতার উপর পুলিশের গুলিবর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে তিনি মুসলিম লীগের সভাপতি পদ ত্যাগ করে দলের সাথে সম্পর্ক ছিন্ন করেন। তার মৃত্যুবার্ষিকী পারিবারিকভাবে পালন করা হবে। বিজ্ঞপ্তি