মৌলভীবাজার জামায়াতের কর্মী সম্মেলন আজ : প্রধান অতিথি ডা. শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩০:২৩ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
স্বাধীনতা যুদ্ধের পর প্রকাশ্যে জেলা শহরের ময়দানে কর্মী সম্মেলনে বক্তব্য দিতে আজ শনিবার (২১ ডিসেম্বর) মৌলভীবাজার আসছেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।
সকাল ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে শুরু হবে সম্মেলন। দুপুরে বক্তব্য দেবেন জামায়াত আমীর ডাঃ শফিক। এতে সভাপতিত্ব করবেন জেলা আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলী। সম্মেলন সঞ্চালনা করবেন জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের সহকারি সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমীর ও কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
এদিকে, বৃহস্পতিবার রাতে জেলা শহরের একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জামায়াতের জেলা আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলী। তিনি সাংবাদিকদের জানান, অনুষ্ঠানকে সফল করতে জেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগে ভাগ করে দায়িত্বশীলদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, জেলার ৭ উপজেলা থেকে কর্মী-সমর্থকদের বহনকারী শতাধিক বাস আসবে সমাবেশস্থলে। তবে যানজটের কথা চিন্তা করে প্রত্যেকটি গাড়ি শহরের বাইরে রাখা হবে। পাশাপাশি সমাবেশস্থলের পাশের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আলাদাভাবে মহিলাদের বসার ব্যবস্থা করা হয়েছে।