বড়শালায় প্রতিবন্ধীদের নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৫:৫৯:৩৩ অপরাহ্ন
বিএনপি চেয়াপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রতিবন্ধীরা সমাজেরই একটি অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। তাদের রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সুতরাং তাদেরকে সাথে নিয়েই আমাদের দেশ পরিচালনা করতে হবে।
বুধবার রাতে সিলেট এয়ারপোর্ট বড়শালা আ. হাফিজ-খানম জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লী জাকির আহমদ চৌধুরীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে মাংস, চাল ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
রোটারিয়ান জাকির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট এয়ারপোর্ট আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন রোটারি জেলা গর্ভনর (অব.) আতাউর রহমান পীর।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৩ নং খাদিমনগর ইউপি চেয়ারম্যান দোলোয়ার হোসেন, রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, সাদেক আহমদ চৌধুরী, ইমদাদ আহমদ চৌধুরী, জাকারিয়া আহমদ চৌধুরী, বিএনপি নেতা আবুল কাশেম, আজিজুর রহমান, কছির উদ্দিন, জুনেদ আহমদ, আবু জাহিদ, সাইদুর হোসেন, শহীদ আহমদ, সাঈদ, লয়লু, শেখ মঈন উদ্দিন বাবুল, হাবিবুর রহমান পংকি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন আঃ হাফিজ-খানম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনামুল হক। বিজ্ঞপ্তি