কুলাউড়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৭:২২:২৪ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় প্যারটস একাডেমির উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান, মহতোছিন আলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
প্যারটস একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এস এম নাসির জানান, ৪টি বিভাগে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় কুলাউড়া উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শীঘ্রই বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করে পুরস্কার বিতরণ করা হবে।