ইজতেমা মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে গোয়াইনঘাটে মিছিল
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৭:৩১:১৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:
টঙ্গী মাঠে সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে শুক্রবার গোয়াইনঘাটের তওহীদি জনতার ব্যানারে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাদ জুমআ’ গোয়াইনঘাটের বিভিন্ন মসজিদ মাদরাসা মারকাজ তাবলীগ জামায়াতের সাথী ও সর্বস্তরের জনতার ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তমঞ্চে। বেলা দুইটায় মাওলানা আমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা বদরুজ্জামান, নুরুল ইসলাম বৌলগ্রামী, মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা আব্দুর রাজ্জাক, মুরব্বি আজিদ উল্লাহ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, মাওলানা ইব্রাহীম, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা আবুল খায়ের, মাওলানা আতাউর রহমান, মাওলানা ওবায়েদ উল্লাহ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, জিয়াউর রহমান, মাওলানা আবুল হাসনাত। পরে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।