ধর্মের বীজ বপনে মক্তব শিক্ষা জারি রাখতে হবে : শিক্ষাবোর্ড চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৭:৩৬:৩৩ অপরাহ্ন
সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জাকির আহমদ বলেছেন, যারা পৃথিবীতে ভালো কাজ করেন তাদের প্রতিদান পৃথিবীতে নয়, আল্লাহপাক ভালো কাজের প্রতিদান নিজ হাতে দিবেন। তিনি বলেন, সব কিছুর মূল হচ্ছে ঈমান ও আমল। সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হতে হলে ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা প্রয়োজন। শিশুদের মধ্যে প্রথমে ধর্মের বীজ বপন করতে মক্তব শিক্ষা জারি রাখতে হবে।
শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নে আবদুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশন ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমসি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান তুতিউর রহমান এর সভাপতিত্বে ও বদরুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপ-সচিব ও অস্ট্রেলিয়ান সরকারের শিক্ষা বিভাগের প্রাক্তন পুলিশ অফিসার ড. এম ইমদাদুল হক শিপার, এমএমজেএফ এর চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী, শাবিপ্রবির সাবেক আইটি ব্যবস্থাপক এ এস এম খায়রুল আক্তার চৌধুরী, বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন আবুল হাসনাত আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম সোহেল।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়জুর রহমান সুমন। গোলাপগঞ্জে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৪র্থ মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষার সার্বিক সহযোগিতা করে বাঘা ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়েশন।
১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে শুক্রবার ৬৩জন শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তাদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি