সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল হাদীস প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৮:১০:০২ অপরাহ্ন
রাজকীয় সৌদি দূতাবাস ঢাকা কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল হাদীস প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই শুক্রবার সম্পন্ন হয়েছে।
সৌদি দুতাবাস ঢাকা’র দ্বায়ী শায়খ বদর উদ্দিন বিন ইসহাক আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সৌদি দূতাবাস ঢাকার সাবেক দ্বায়ী শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, মজলিসুল মুফাসসিরীন বাংলাদেশ’র সহ-সভাপতি শায়খ আব্দুস সালাম আল মাদানী, দরগা মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসুক উদ্দিন ও কাজীরবাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান।
অনুষ্ঠানে হিফজুল হাদীস বাছাই প্রতিযোগিতায় অংশ নেয়া অর্ধশতাধিক প্রতিযোগী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের মধ্য থেকে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত তিনজন প্রতিযোগিকে ইয়েস কার্ড দিয়ে জাতীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হয়। তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। নির্বাচিত ৩ জন প্রতিযোগি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ২৪ জন অংশ নিবে, সেখান থেকে ৩ জনকে পুরস্কৃত করা হবে। জাতীয় পর্যায়ে বিজয়ী তিনজনের মধ্যে ১ম জনকে পবিত্র ওমরাসহ যথাক্রমে ৮০, ৭০ এবং ৬০ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হিফজুল হাদীস বাছাই প্রতিযোগিতা ১ম বিজয়ী হয়েছেন সিলেটের মারকাজুল হিদায়া মাদ্রাসার ছাত্র হুসাইন আহমদ, ২য় হয়েছেন একই প্রতিষ্ঠানের ছাত্র সুহাইল আহমদ এবং ৩য় হয়েছেন সিলেটের দরগা মাদ্রাসার ছাত্র বশির উদ্দিন ফুয়াদ চৌধুরী।
হিফজুল প্রতিযোগিতার সিলেট বিভাগের বাছাই পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মাওলানা মোস্তফা সুহাইল হেলালী, মাওলানা আমির মোহাম্মদ, মাওলানা আবদিল হোসেন ও মাওলানা আব্দুল্লাহ মাবরুর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাওলানা রশিদ আহমদ ও মাওলানা জুনাইদ আহমদ। বিজ্ঞপ্তি