নাইট কাবাডি টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৬:৪৯:০৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন মাদক ও অপসংস্কৃতি ছেড়ে তরুণ প্রজন্মকে খেলাধুলায় ফিরে আসার আহবান জানিয়ে বলেছেন, খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক নয়, অপসংস্কৃতি নয়, দেশের যুবসমাজ সুষ্ঠু, স্বাস্থ্যকর খেলাধুলায় মেতে উঠবে। তরুণ সমাজের জন্য সরকারি এবং বেসরকারি পর্যায়ে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।শুক্রবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার ধৌপাশা মাঠে সান লাইট ক্লাব (মাইজপাড়া শাহবন্দর) আয়োজিত ধৌপাশা শাহবন্দর মাঠে অনুষ্ঠিত নাইট কাবাডি টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল গফফার জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার চেম্বারের সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, ওসানলাইট ক্লাবের উপ-প্রধান পৃষ্ঠপোষক সাইদুজ্জামান জয়নাল। বক্তব্য রাখেন সদস্য আব্দুল বাছিত, সৈয়দ আমীর আলী, মারুফ আহমদ, অলিউর রহমান খোকন, আশিক আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় খেলায় দুই বন্ধু স্পোর্টিং ক্লাব বনাম জনি টাইগার কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হয়। গ্রাম বাংলার এবারের জনপ্রিয় টুর্নামেন্ট ১৫ দিনব্যাপী চলবে বলে জানা গেছে।