মৌলভীবাজারে স্কলার্স ফাউন্ডেশনের মেধা যাচাই পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৬:৫০:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: স্কলার্স ফাউন্ডেশনের জেলাব্যাপী মেধা যাচাই পরীক্ষা মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য় থেকে ১০ম শ্রেণীর প্রায় দেড়হাজার ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মেরাজ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে আসেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, স্কলার্স ফাউন্ডেশনের উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ, খালেদ চৌধুরী, মৌলভীবাজার চেম্বার সহ-সভাপতি আব্দুর রহিম রিপন, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সানাউল ইসলাম সুয়েজ, শিক্ষানুরাগী মাওলানা আহমদ বেলাল, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান প্রমুখ।