বিশ্বনাথে ব্যারিস্টার নাজির ফাউন্ডেশনের ফ্রি খৎনা ক্যাম্প
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৬:৫৪:৫৩ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, নিজের দায়বদ্ধতা থেকে সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের জন্য সেবামূলক কাজ করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন’। ইনশাআল্লাহ নিজ এলাকার অসহায় মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করা হবে।তিনি শনিবার রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের অর্থায়নে ফ্রি খৎনা অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমিগ্রেশন আইনজীবি জুবায়ের আলী, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন কয়েস, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও সদস্য মাওলানা শহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লেখক এম. জায়েদ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, সমুজ আহমদ সায়মন, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক আফজল মিয়া ও জাহান মিয়া প্রমুখ।
ব্যারিস্টার নাজির আহমদের অর্থায়নে দরিদ্র-অসহায় পরিবারের শিশুদেরকে ফ্রি খৎনা দেয়া হয়। এসময় প্রত্যেক শিশুকে পাঞ্চাবী, লুঙ্গি, টুপি ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।