বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ এর কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৭:০৭:১২ অপরাহ্ন
বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ সিলেট এর কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো: নজরুল ইসলাম সভাপতি ও আল-আমিন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। শুক্রবার সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার নগরীর একটি পার্টি সেন্টারে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ।
২৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি চাদমোহন সরকার, সহ-সভাপতি সাঈদ বিল্লাহ, শহিদুল ইসলাম, বাদল হোসেন, গোলাম রাব্বি। যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খালেদ, তোফায়েল আহমেদ চৌধুরী, মামুনুর রশীদ। সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল আলম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মাহিদ, অর্থ সম্পাদক মামুন আহমদ। কমিটির প্রচার সম্পাদক কলিম উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনসারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক জহিরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক সুজিবুর রহমান, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক তাহেরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুবেল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক গোলাম সোবহানী।
এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন ওমর আলী, রেদুয়ানুল ইসলাম, আক্তার হোসেন, এমাদ উদ্দিন মাহি, মেহেদী হাসান রাহাত, আনোয়ার হোসেন, ইমরান আহমদ ও জাহিদ হাসান শুভ। বিজ্ঞপ্তি