কুলাউড়ায় ফায়ার সার্ভিসের ভলিবল প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৭:৪৪:৫৯ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরস্থ ফায়ার সার্ভিসের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় কুলাউড়া ফায়ার ফাইটার্স ও কুলাউড়া সেভেন স্টার ফাইটার্স অংশ নেয়। দুর্দান্ত এ প্রতিযোগিতায় সেভেন স্টার ফাইটার্সকে হারিয়ে ফায়ার ফাইটার্স জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামীম আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমেদ ও সাংবাদিক এস আর অনি চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় কুলাউড়া ফায়ার সার্ভিসের সাবেক স্টেশন অফিসার, বর্তমানে টাঙ্গাইল জেলার মির্জাপুর ফায়ার স্টেশনে কর্মরত মো. বেলায়েত হোসেনের সহযোগিতায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দেশবন্ধু ইলেকট্রনিকসের ওয়ালটন কোম্পানির সৌজন্যে খেলায় অংশগ্রহণকারীদের জার্সি উপহার দেওয়া হয়।