জৈন্তায় শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৮:০৩:৩৮ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক মো শামীম আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার উপদেষ্টা ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর শাখার প্রধান উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া, উপজেলা শাখার অন্যতম উপদষ্টা মাওলানা মামুনুর রাশীদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জৈন্তাপুর উপজেলা সভাপতি মো. গিয়াস উদ্দিন।
জেলা সভাপতি ২০২৫-২০২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট জৈন্তাপুর উপজেলা কমিটির নাম প্রস্তাব করে উপস্থিত কাউন্সিলরদের কন্ঠ ভোটে কমিটি অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি