ইনসান এইড এর চক্ষুশিবির অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৮:০৬:১৮ অপরাহ্ন
সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার শাহপরান ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে ব্রাদার্স রফু মিয়া ও রানা মিয়ার সাপোর্টে ও ইনসান এইড এর চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ এর নির্দেশনায় বিনামূল্যে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
ইনসান এইড এর ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক মনজুর রহমান মঞ্জু, আজিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তবারক আলী ও সমাজসেবী আব্দুল খালিক।
ইনসান এইড’র প্রজেক্ট অফিসার হাবিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনসান এইড’র হিসাবরক্ষক রুবেল আহমদ, ব্লাড ব্যাংকের জাহেদ আহমদ, সাবিব্বর আহমদ, মান্না আহমদ নাসিফ, তফোর আহমদ, শামীম আহমদ ও আব্দুল হামিদ। স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের সহ-স্বাস্থ্য পরিবার কল্যাণ সম্পাদক মো. মোনায়েম খান শিহাব, সদস্য ইউসুফ আহমদ রাহি।
দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে এলাকার দরিদ্র প্রায় ৫০০ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাদের একটি টিম। মেডিকেল ক্যাম্পে চোখের ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে বাছাই করার পর তাদের অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যান্য রোগীদের মধ্যে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি