অপটিমিস্টস-এর ১৯ লক্ষ টাকার বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৮:২০:০৫ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ-এর চেয়ারম্যান প্রফেসর ডা. ফজুলর রহিম কায়সার বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখা করে আদর্শ ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। কারণ, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পিতা-মাতা এবং শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করে নিজেদেরকে তৈরি করতে হবে। দি অপটিমিস্টস যেভাবে দীর্ঘ ২৫ বছর ধরে শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করে অনুপ্রেরণা এবং সাহস যোগাচ্ছে সেটাকে ভালোভাবে কাজে লাগালেই তাদের পরিশ্রম সার্থক হবে। দেশের কল্যাণে দি অপটিমিস্টস-এর দুর্লভ ও সাহসী কাজ সত্যিই প্রশংসার দাবিদার।
শুক্রবার সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন দি অপটিমিস্টস সিলেট আয়োজিত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দি অপটিমিস্টস সিলেট-এর ডিরেক্টর প্রফেসর এম এ মতিনের সভাপতিত্বে ও সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ এলাইস মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট আফতাব চৌধুরী, দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন, দি অপটিমিস্টস-এর ইউএসএ স্পন্সরদের মধ্যে বক্তব্য দেন তহুর চৌধুরী, কল্লোল আহমদ ও ফখরু চৌধুরী ফকু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাসান আহমদ।
উল্লেখ্য, আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের সংগঠন দি অপটিমিস্টস-এর উদ্যোগে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ লক্ষ ৭২ টাকার বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে মেডিকেল-বিশ^বিদ্যালয়ের পড়–য়া চারজন শিক্ষার্থীকে ২৪০০০ টাকা করে এবং বাকি ১৪৮ জনকে ১২০০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি