দক্ষিণ সুরমায় ভারতীয় চোরাই মালসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৮:৫৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর দক্ষিণ সুরমা থেকে অবৈধ ভারতীয় মালামালসহ একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে ব্রিজের পাশে চেকপোষ্ট বসিয়ে যাত্রীবাহী একটি বাস থেকে সাড়ে ৪৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ তাকে আটক করে এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টীম। শনিবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া কর্মকর্তা উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ হুমায়ুন রশিদ চত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাড়কে চেকপোষ্ট বসায়। তখন ঢাকাগামী শাকিন পরিবহন নামীয় বাসকে সিগন্যাল দিলে, বাসটি থামানোর সাথে সাথে কৌশলে গাড়ী থেকে এক চোরাকারবারি নেমে দৌঁড়িয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তার নাম মোঃ রমজান মিয়া উরফে দিলজাহান (১৯)। সে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার দৌলতপুর গ্রামের মৃত মন্তাজ ফকিরের পুত্র
এসমর তার স্বীকারোক্তির প্রেক্ষিতে বাসের সাইড বক্সে রক্ষিত ৫টি সাদা রংয়ের বস্তার মধ্যে অবৈধ ভারতীয় ১৩৭ টি থ্রি-পিছ কাপড়, ১৯ কার্টুন ক্রীম উদ্ধার করে। এসবের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৪ হাজার টাকা। আটককৃতকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।