আমিরাতে ৫ বছরের রেসিডেন্সি ভিসা চাল
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ৯:২৮:১৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য পাঁচ বছরের মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে। শুক্রবার গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা কার্যক্রম চালু করেছে।
এই ভিসার জন্য আবেদনকারীদের ১৫ বছরের কাজের অভিজ্ঞতা, কমপক্ষে ১ মিলিয়ন দিরহাম সম্পদ বা মাসিক ২০ হাজার দিরহাম (দুবাইয়ের ক্ষেত্রে ১৫ হাজার) আয়ের প্রমাণ থাকা আবশ্যক। এছাড়া সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।
ভিসাটি পাঁচ বছরের জন্য বৈধ থাকবে এবং শর্ত পূরণ সাপেক্ষে নবায়নযোগ্য। আইসিপি’র অফিসিয়াল ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। সরকারি এ উদ্যোগ অবসরপ্রাপ্ত প্রবাসীদের জন্য আর্থিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ভিসার আওতায় অবসরপ্রাপ্ত ব্যক্তি, তাদের সঙ্গী এবং নির্ভরশীলরা এই সুবিধা পাবেন, যা তাদের জন্য আরামদায়ক ও নিরাপদ জীবন নিশ্চিত করবে।