মৌলভীবাজারে চেম্বারের সাধারণ সভা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৫:৫১:১১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির ২৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের বেঙ্গল কনভেনশন হলে নবনির্বাচিত সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী শরীফ এর সভাপতিত্বে এবং পরিচালক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম রিপন ও পরিচালক মনোয়ার আহমেদ রহমান এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার এর সাবেক সভাপতি ডা: এম এ আহাদ ও সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মনছুরুজ্জামান জামান। অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশী ক্যাটারিং এসোসিয়েশন অব কানাডার সাবেক সভাপতি ফয়সল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ব্রিটিশ চেম্বার এর সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকসী ইকবাল আহমদ, প্রফেসর আবু তাহের, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ মো: মনসুর আলমগীর, জেলা বিএনপি নেতা এম মুকিত, এড. মোশ্তাক আহমদ মম, সাবেক পরিচালক আবুল কালাম বেলাল, সাবেক পরিচালক নুরুল ইসলাম এলিট প্রমুখ।
পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, সৈয়দ মোমিন আহমদ রিমন, নাঈম সরফরাজ, হানিফ মোহাম্মদ খাঁন নিয়াজ, মাহমুদুর রহমান, শের আলী হেলাল চৌধুরী ও তোফায়েল আহমদ।