কর্মধা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৫:৫২:১৩ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হেলাল আহমদ। গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় সর্বসম্মতভাবে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
হেলাল আহমদ বাবনিয়া গ্রামের প্রয়াত ইউপি সদস্য সবুর মিয়ার পুত্র। সবুর মিয়া ৭ নম্বর ওয়ার্ডের টানা ৩ বার ইউপি সদস্য ছিলেন। ২০১২ সালের ২ ডিসেম্বর তিনি মারা গেলে হেলাল আহমদ উপনির্বাচনে ও ২০২১ সালের নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দায়ের করা মামলায় গ্রেপ্তার হন।