আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৭:৫২:১০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ না নিলে ২৯ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। খবর সময় টিভির। রোববার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেন সংগঠনটির নেতাকর্মীরা। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধির কাছে দাবির কাগজ তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতারা।
পরে সংগঠনটির মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, দাবির বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করব।
ইনকিলাব মঞ্চের ৩ দফা দাবি হলো: ১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করা। ২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্তহত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করা এবং ৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধার জীবনের স¤পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা।