রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবে না : এড. এমরান
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৭:৫৩:৩০ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৫ বছর দেশে গুম, খুন ও অপহরণের রাজত্ব কায়েম করেছিল। ক্ষমতাকে আঁকড়ে রাখতে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকরকে হরন করেছিল। যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুকে দলীয় কর্মসূচি পালনকালে পুলিশ ধাওয়া দিয়ে হত্যা করেছে। শুধুমাত্র শহীদ জিলুই নন, এরকম হাজারো জিলুর রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছি। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে নস্যাত হতে দেয়া যাবে না। তাই ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে ঐকবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
রোববার বিকেলে লন্ডন প্রবাসী এবং সাবেক ছাত্রদল নেতা জাহাঙ্গীর হোসেনের সহযোগিতায় গণতান্ত্রিক আন্দোলনের নিহত যুবদল নেতা শহীদ দিলু আহমদ জিলুর পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদানকালে তাৎক্ষণিক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মামুন আহমদ রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিলেট যুবদলের যুগ্ম সম্পাদক লিটন আহমদ, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়েজ আহমেদ ও ইতালী প্রবাসী ময়েজ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি