সীমান্তে শ্রমিক হত্যায় জামায়াতের নিন্দা
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৯:০০:১১ অপরাহ্ন
প্রতিনিধি প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তে গোপাল হত্যার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা জামায়াত। রোববার রাতে এক বিবৃতিতে জামায়াতের জেলা আমীর প্রকৌশলী মোঃ শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী এ হত্যাকা-ের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশ সীমান্তে এভাবে নিরীহ মানুষ হত্যা কাঙ্খিত নয়। অবিলম্বে এ ধরনের হত্যা বন্ধ করতে হবে এবং গোপাল হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে, নিহত গোপাল’র পরিবারকে তাৎক্ষণিক দেখতে যান জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান ও বড়লেখা-জুড়ী সংসদীয় আসনের জামায়াত মনোনিত প্রার্থী মাওঃ আমিনুল ইসলাম। তারা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।