প্রজন্মলীগ নেতা ছুরত আলী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৪, ৯:২০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সিলেট মহানগর বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক ছুরত আলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত ছুরত আলী মৌবন সোবহানীঘাট এলাকার বাসিন্দা ইছমাইল আলীর পুত্র। তার মুল বাড়ি সুনামগঞ্জ জেলার রহমতপুর গ্রামে। রোববার বিকেল ৪ টার দিকে নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে নগরীর সুরমা পয়েন্ট এলাকায় প্রজন্মলীগ নেতা ছুরত আলীকে দেখেই তাকে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এমএমপির কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রজনতার উপর হামলার ঘটনায় এসএমপির কোতোয়ালী, মোগলাবাজার থানাসহ নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।