দোয়ারায় অগ্নিকান্ডে ভস্মিভূত ৫ পরিবারে ডিসির অনুদান
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:০২:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগুনে পুড়ে সর্বশ্বান্ত ৫টি পরিবারের কাছে ঘর নির্মাণের জন্য নগদ ৫০ হাজার টাকা দিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। রোববার রাতে সীমান্তের মৌলারপাড় গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত রফিক মিয়া, রিপন মিয়া, ফজলু মিয়া, সানু আক্তারের হাতে নগদ টাকা ও চেক তুলে দেন তিনি।
রোববার রাতে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসক ৭০ কিলোমিটার দূরে মেঘালয়ের পাদদেশের মৌলারপাড় গ্রামে পৌঁছেন। ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের নারী পুরুষ শিশু বৃদ্ধরা ৯ দিন যাবত রাতে স্বজনদের বাড়িতে ও দিনেরবেলায় খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। জেলা প্রশাসক রাতের বেলায় সীমান্ত জনপদের প্রত্যন্ত পল্লীতে হাজির হয়ে আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করে তাদেরকে সরকারের পক্ষ থেকে নগদ টাকা সহায়তা দেন।
এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক ও দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারে খাদ্য সহায়তা ও শীতবস্ত্র দেয়া হয়। গত ১৪ ডিসেম্বর দুপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ৫টি পরিবারের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনায় দোয়ারাবাজার থানায় ঝর্ণা বেগম নামে ক্ষতিগ্রস্তদের এক স্বজন বাদী হয়ে জড়িত ৫০ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলায় আদালত থেকে ২৬ জন জামিনে মুক্ত হলেও অন্যতম অভিযুক্তদের এখনো গ্রেফতার করতে পারেনি দোয়ারাবাজার থানা পুলিশ।