কর্মধা ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:০৪:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার কর্মধা উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৪টি ইউনিয়নের পঞ্চম থেকে দশম শ্রেণির পাঁচশত শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন কর্মধা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ট্রাস্টের প্রধান পরিচালক এম. জালাল সিদ্দিকী, কর্মধা ট্রাস্ট সাপোর্টার্স ফোরামের সভাপতি জাহিদুল ইসলাম ও কর্মধা ট্রাস্টের সভাপতি নাহিদ হাসান নাজমুল প্রমুখ।