মৌলভীবাজারে চেম্বার নেতৃবৃন্দের সাথে ইটভাটা মালিকদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:০৬:০৭ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারে চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে ব্রিকফিল্ড মালিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চেম্বারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, সিনিয়র সহ সভাপতি মো. আব্দুর রহিম রিপন, চেম্বার পরিচালক তোফায়েল আহমেদ তোয়েল, জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষে মো. ফয়েজ উদ্দিন আহমেদ, মো. আব্দুর রকিব চৌধুরী, সৈয়দ আনকার আলী, পিন্টু দেব, মো.আজহার উদ্দিন ও মো.আব্বাস আলী প্রমুখ।
বর্তমানে ইটভাটার লাইসেন্স নবায়ন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, ভ্যাট, বিএসটিআইসহ প্রশাসনিক ভোগান্তির সৃষ্টি হচ্ছে জানিয়ে ইটভাটার মালিকরা এ সকল ভোগান্তি থেকে পরিত্রাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেম্বার নেতৃবৃন্দদের আহবান জানান। চেম্বার সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী শরীফ ইটভাটার সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে মালিকপক্ষদের আশ্বস্ত করেন।