লিডিং ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:১৩:৩৫ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিনদিনব্যাপী লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন সম্পন্ন হয়েছে। লিডিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন এর প্রতিপাদ্য ‘সবুজ পর্যটন: সমৃদ্ধি ও পরিবেশগত সংরক্ষণের সমন্বয়’ বিষয়ে বিশ্বব্যাপী সমস্যা মোকাবেলা এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলাচনা করেন প্রতিনিধিরা।এলইউআইমুনার ছায়া মহাসচিব কুশল কান্তি দের এবং উপদেষ্টা আশফাক আহমদ শোভনের সার্বিক তত্ত্বাবধানে এবারের সম্মেলনে ১১টি কমিটিতে আন্তর্জাতিক ও বাংলাদেশের প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কলেজ এবং স্কুলের ৫০০ এর অধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ১১টি কমিটিগুলো হল: ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, ইন্টারন্যাশনাল কোর্ট অব জাষ্টিস, ডিসআর্মামেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কমিটি, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস এনটিটি ফর জেন্ডার ইক্যুয়ালিটি অ্যান্ড দ্য এমপাওয়ারমেন্ট অব উইমেন, স্পেশালাইজড কমিটি ফর বাংলাদেশ এফেয়ার্স এবং ইউনাইটেড নেশনস নিউজ এজেন্সি।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড অ্যাসোসিয়েশন (এলইউমুনা) কর্তৃক আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।
রোববার নগরীর কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে সন্ধ্যায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ারিং মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, এলইউমুনা’র প্রতিষ্ঠাতা নাফিজ সোহেল, এবারের সম্মেলনের কনসাল্টেন্ট দেওয়ান সনুবার রেজা চৌধুরী, এলইউমুনা’র সহ-প্রতিষ্ঠাতা জামেদুর রহমান এবং লিডিং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট কুশল কান্তি দে। বিজ্ঞপ্তি