খাদিমনগর উলামা ঐক্য পরিষদের সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:৫৫:৫৫ অপরাহ্ন
খাদিমনগর উলামা ঐক্য পরিষদের এক জরুরি আলোচনা সভা রোববার জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদ্রাসা এয়ারপোর্ট সিলেট এর হলরুমে অনুষ্ঠিত হয়।
খাদিমনগর উলামা ঐক্য পরিষদের সভাপতি শিমুলকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা বিলাল আহমদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, লাখাউরা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, টিলাপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল মালিক, মাওলানা শায়খ মুতাওয়াক্কিল বিল্যাহ জালাল, পরিষদের সেক্রেটারী মাওলানা ইয়াহইয়া খান, পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফিজ শামীম আহমদ, সাতগাঁও দারুল উলূম মাদ্রাসার মুহতামিম মাওলানা যুবায়ের আহমদ, ফড়িংউরা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আব্দুল মুমিন, বড়শালা জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা জাহেদ আহমদ, পরিষদের কোষাধ্যক্ষ লাখাউরা আল হেরা মাদ্রাসার মুহতামিম হাফিজ আব্দুল মুমিন, মংলিপার মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম, আব্দুল হাফিজ-খানম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি এনামুল হক, সোনাডহর মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা ফয়েজ আহমদ, ও মাওলানা শরীফ আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি