দক্ষিণ সুরমায় শ্রমিকদলের কর্মীসভা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৬:৫৭:১২ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল দক্ষিণ সুরমা উপজেলার কর্মীসভা মোগলাবাজারে অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার এম এ সালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন। জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন শ্রমিকদল রাজনীতির পাশাপাশি মানবসেবায় অগ্রণী ভূমিকা পালন করছে যা প্রশংসনীয়। আন্দোলন সংগ্রামে শ্রমিকদলের নেতৃবৃন্দ সাহসী ভূমিকা পালন করেছেন। আগামীতেও সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকদল ঐক্যবদ্ধ থাকবে।
দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহ আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জুমায়েল ইসলাম জুমেলের পরিচালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিকদলের আহবায়ক মো. সুরমান আলী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি নামর আলী, জেলা শ্রমিকদলের আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম, সিনিয়র সদস্য নিজাম উদ্দিন, সদস্য আলী আহমদ আলী, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ, উপজেলা শ্রমিকদল নেতা আলী আহমদ। স্বাগত বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তানিম আহমদ। এছাড়াও সভায় উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি