শীতার্তদের রিকশা শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৭:০১:২৩ অপরাহ্ন
সিলেট জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর শাহী ঈদগাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সহ-সভাপতি মিয়া মোহাম্মদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর এর ট্রেড ইউনিয়নের সম্পাদক মুহিবুর রহমান শামীম। বক্তব্য রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল মালিক, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য আলমগীর হোসেন সালমান, মোবারক আলী, আবুল কাশেম, জহুরুল ইসলাম, আক্কাস আলী, আব্দুল জলিল প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নীতি-নৈতিকতার মাধ্যমে শ্রমিক নেতৃবৃন্দদের একযোগে কাজ করতে হবে। শ্রমিকদের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে তৃণমূলের শ্রমিকগণ ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজ্ঞপ্তি