জামায়াত মতাদর্শের উর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ায় : এডভোকেট জুবায়ের
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৮:১১:২০ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। বিগত ২০২২ এর বন্যায় মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলো, এদেশের ইসলামিক দলগুলো আলেম উলামারা যদি এগিয়ে না আসতেন তাহলে এর ভয়াবহতা বুঝা যেত। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাই আমাদেরকে এ বিষয়ে অনুপ্রাণিত করে।
সোমবার সকালে সিলেট সদর উপজেলায় মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে ও সদর উপজেলা জামায়াতের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারে মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের আরো বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের লেলিয়ে দেয়া পুলিশ বাহিনী এদেশের ভালো মানুষদেরকে শান্তিতে থাকতে দেয়নি। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও ইসলামী ব্যক্তিত্ব আলেম-ওলামা মাশায়েখদের বাসা বাড়িতে টর্চ জ্বালিয়ে তল্লাশি করতো। মনে হতো তারা বোধহয় বড় কোন অপরাধী বা খারাপ লোককে খুঁজছে। শুধু তাই নয়, এদেশের অর্থব্যবস্থাকে তারা পঙ্গু করে দিয়েছে। দেশের ব্যাংকগুলো থেকে টাকা পয়সা এমনভাবে লুট করেছে যাতে করে পরবর্তীতে কোন সরকার ক্ষমতায় আসলে দেশ চালাতে ব্যর্থ হয়। আর মানুষ বলতে থাকে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। তাদের এসব অপকর্ম, জুলুম নির্যাতন আল্লাহ তায়ালা সহ্য করেননি। যার ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে চোরের মত শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলেন।
সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, সেক্রেটারি আল ইমরান, সরকারি সেক্রেটারি আমিনুর রহমান, সহকারি সেক্রেটারি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, হাটখোলা ইউনিয়ন আমীর হেলাল উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন আমীর আব্দুস সামাদ, মোগলগাঁও ইউনিয়ন আমীর মাওলানা আলাউদ্দিন, জালালাবাদ ইউনিয়ন আমীর ইস্কন্দর আলী, টুকের বাজার ইউনিয়ন সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, খাদিমনগর ইউনিয়ন সভাপতি হেলাল আহমদ প্রমূখ। অনুষ্ঠানে ১২ টি পরিবারের মধ্যে ২ বান করে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২২ এর বন্যা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত ১শ ৫০ টি সম্পূর্ণ ঘর নির্মাণ, আংশিক আরো ৮০ টি পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন, কাঠ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। জামায়াত নেতৃবৃন্দ জানান যেকোনো দুর্যোগে এ কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি